ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলকাতা থেকে মহিবুর রহমান

হতাশ হওয়ার কিছু নেই: সুজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
হতাশ হওয়ার কিছু নেই: সুজন ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা থেকে: খেলায় জয়-পরাজয় থাকে। তারই অংশ হিসেবে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে।

তবে ২১ মার্চ থেকে নিজেদের সেরাটা খেলতে পারলে ব্যাঙ্গালুরু পর্ব দিয়ে টাইগাররা জয়ের ধারায় ফিরবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। এরকম একটা দিন আসতেই পারে। অনেকগুলো ম্যাচ জয়ের পর আমরা হারলাম। পাকিস্তানের বিপক্ষে টানা ৫ ম্যাচ জয়ের পরে আমরা হারলাম। আমার মনে হয় সামনের তিনটা খেলায় আমাদের সেরাটা দিতে পারলে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো।
 
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে টিম হোটেলে টাইগার ম্যানেজার একথা বলেন।

২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের ব্যাঙ্গালুরু মিশন শুরু হবে।

এদিকে, প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পেছনে সেরা খেলাটা না খেলতে পারা ও পাকিস্তানের ২০১ রানের বড় সংগ্রহকে কারণ হিসেবে দেখছেন তিনি।

‘গতকাল মোমেন্টামটা শুরু থেকেই পাকিস্তানের দিকে ছিল। তাই দিনশেষে ম্যাচটি তাদের পক্ষেই চলে যায়। তাছাড়া ২০২ রানের বড় সংগ্রহ, পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকের সামনে জেতা সহজ নয়। ’

তবে পরের ম্যাচ দিয়ে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় বিশ্বাস করেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।