ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের সেঞ্চুরির পর ‘ড্র’ ইস্ট-সাউথের ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
লিটনের সেঞ্চুরির পর ‘ড্র’ ইস্ট-সাউথের ম্যাচ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডে ফতুল্লা ভেন্যুর ম্যাচটি ড্র হয়েছে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ড্র হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিল ম্যাচটি।

চারদিনের এ ম্যাচে দু’দলের এসেছে চার সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর:
ইস্ট জোন-৪৪২ ও ১৮৯/০
সাউথ জোন-৬০১

৬ ম্যাচে ৫৩ পয়েন্ট পাওয়া ইস্ট জোন দ্বিতীয় অবস্থানে থেকে বিসিএলের চতুর্থ রাউন্ড শেষ করলো। ৪১ পয়েন্ট পেয়ে বিসিএলের দু’বারের চ্যাম্পিয়ন সাউথ জোনের অবস্থান  চতুর্থ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ম্যাচের চতুর্থ দিনে ইস্ট জোনের ওপেনার লিটন দাসের সেঞ্চুরির পরপরই নির্ধারিত সময়ের আগেই আম্পায়াররা ম্যাচ ড্র ঘোষণা করেন। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৮৯ রান তোলে ইস্ট জোন। লিটন দাস ১০৩ ও ইরফান শুকুর ৭৫ রানে অপরাজিত থাকেন।


এর আগে প্রাইম ব্যাংক সাউথ জোন মোসাদ্দেক হোসেন সৈকতের ১৫২, সোহাগ গাজীর ১৪৬ ও ফরহাদ রেজার ৭২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৬০১ রান করে।

আগের দিনের ৬ উইকেটে ৪২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শেষ ৪ উইকেটে আরও ১৮১ রান যোগ করে সাউথ জোন। আগের দিন মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ১০২, শাহরিয়ার নাফিসের ৯০, তুষার ইমরানের ৭৮ ও ফরহাদ রেজার ৭২ রানের ইনিংস বড় সংগ্রহের ভিত গড়ে দেয় সাউথ জোনকে।

প্রথম ইনিংসে অলক কাপালির সেঞ্চুরিতে (১১১) ৪৪২ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। বড় সংগ্রহ গড়তে অবদান রাখেন মুমিনুল হক (৭৮), ইফতেখার সাজ্জাদ (৫৮) ও লিটন দাস (৫১)।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।