ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে মাস্টারস ক্রিকেট লিগ শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
রাজশাহীতে মাস্টারস ক্রিকেট লিগ শুরু শুক্রবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ‘আমরা পদ্মাপারের ঢেউ, হারতে শিখিনি’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে মাস্টারস ক্রিকেট লিগ শুরু হচ্ছে শুক্রবার (১৮ মার্চ) থেকে।

শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ লিগ অনুষ্ঠিত হবে।



রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ লিগে জেলার ১৩৮ জন সাবেক কৃতী ক্রিকেটার ৪টি দলে বিভক্ত হয়ে খেলবেন। দলগুলো হলো- পদ্মা ওয়ারিয়র্স, রাজশাহী ফাইটার্স, কিংস ইলেভেন সিল্ক সিটি ও বরেন্দ্র ব্লেজিং।

শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী খেলায় অংশ নেবে পদ্মা ওয়ারিয়র্স ও রাজশাহী ফাইটার্স। সরাসরি লিগ পদ্ধতির এ খেলা শেষে শীর্ষ দু’টি দল আগামী ৭ এপ্রিল ফাইনালে খেলবে।

প্রতিযোগিতা উপলক্ষে বুধবার (১৬ মার্চ) দুপুরে মহানগরীর একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে ধরেন টুর্নামেন্টের সদস্য সচিব ওমর শরীফ খান রনক।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- টুর্নামেন্টের সদস্য রইস উদ্দিন বাবু, মঞ্জুর আলম, শেখ মামুন মো. ডলার, আকবর আমিন বিদ্যুত, সাউফুল্লাহ খান জেম, কবীর তুহিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইসিসির সব বিধি বিধান মেনে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনালসহ অধিকাংশ খেলা শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুধু দু’টি খেলা অনুষ্ঠিত হবে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পলি কেবলস। আগামীতে রাজশাহীর মিডিয়াকর্মীদের সঙ্গেও মাস্টার্স ক্রিকেটাররা ক্রিকেট খেলায় অংশ নেবে বলে এ সময় জানানো হয়।  

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জমকালো এক অনুষ্ঠানে এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ কৃতী ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।