ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষেও হার টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষেও হার টাইগ্রেসদের ছবি : সংগৃহীত

ঢাকা: নারীদের টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশ মেয়েদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।



বাংলাদেশের পক্ষে নিগার সুলতানা সর্বোচ্চ ৩৫ রান করেন। ২৮ বলে ৪টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে এ রান করেন নিগার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। ফারজানা হক ও রুমানা আহমেদ দু’জনই সমান ১৯ রান করে আউট হন।

ইংল্যান্ডের আনা স্রুবসোল সর্বোচ্চ দু’টি উইকেট নেন। ক্যাথরিন ব্রান্ট, ড্যানিলি হ্যাজেল ও জেনি গান নেন একটি করে উইকেট।

ইংলিশ মেয়েদের দেয়া চ্যালেঞ্জিং সংগ্রহ টপকাতে নেমে ৪৬ রান তুলতেই টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। এর পর পঞ্চম উইকেট জুটিতে সালমা খাতুন ও নিগার সুলতানা ৬৪ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান।

এর আগে আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে চার্লট এডওয়ার্ডস ৫১ বলে ৬০ ও মিডল অর্ডারে নামা নাটালি সিভারের ২২ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ইংলিশরা।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অধিনায়ক জাহানারা আলম। একটি করে উইকেট লাভ করেন সালমা খাতুন, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ।

আগামী ২০ মার্চ মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে জাহানারা আলমের দল। ২৪ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হারের ফলে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে সালমা-জাহানারারা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসকে/আরএম

** ‘প্রতিশোধের’ ম্যাচে টাইগ্রেসদের লক্ষ্য ১৫৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।