ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আফগানদের হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের চতুর্থ ম্যাচে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারাতে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান।

তার অপরাজিত ৮৩ রানে সহজ জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে  ১৫৪ রানের জয়ের টার্গেট দেয় আফগানিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সের স্পিনিং উইকেটে টসজয়ী আফগানিস্তান ২০ ওভারে সাত  উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে, ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অনুমিত জয় তুলে নেয়।

লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম ১২ ওভার হাত খুলে খেলতে পারেনি আফগানরা। দলের অধিনায়ক আসগর স্তানিকজাই একাই লড়ে যান দলীর স্কোর বড় করতে। ৪৭ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। ৪টি ছক্কা ও  ৩টি চারে সাজানো তার ইনিংসটি।

সামিউল্লাহ সেনওয়ারি ১৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে ভূমিকা রাখেন। ওপেনিংয়ে নামা নূর আলী জাদরানের ব্যাট থেকে আসে ২০ রান।  
 
শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা নেন সর্বোচ্চ তিনটি উইকেট। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও নুয়ান কুলাসেকারা।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি লাসিথ মালিঙ্গা। তার জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

১৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন লঙ্কান দুই ওপেনার দিলশান ও দিনেশ চান্দিমাল। ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ৪১ রান। চান্দিমাল ১৭ বলে ১৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা থিরিমান্নে করেন ৬ রান। থিসারা পেরেরা ১২ রান করে ফেরেন। আর কাপুগেদারার ব্যাট থেকে আসে ১০ রান।

ক্রিজের আরেক প্রান্তে দাঁড়িয়ে ৮৩ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন দিলশান। তার অপরাজিত ইনিংসটি ছিল ৫৬ বলে সাজানো। ৮টি চারের পাশাপাশি দিলশানের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা। ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ম্যাথুজ।

১৮.৫ ওভারে লঙ্কানরা জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৬
এমআর

** আসগরের ব্যাটে লড়াকু সংগ্রহ আফগানদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।