ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের হারিয়ে টানা দ্বিতীয় জয় কিউইদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
অজিদের হারিয়ে টানা দ্বিতীয় জয় কিউইদের ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। অজিদের ৮ রানে হারিয়ে বিশ্বমঞ্চে টানা দ্বিতীয় জয় তুলে নিলে কেন উইলিয়ামসনের দল।

নিজেদের প্রথম ম্যাচেই কিউইরা হারিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির ভারতকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিউইরা ১৪২ রান সংগ্রহ করে। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয়।

ধর্মশালার এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। স্টিভেন স্মিথের নেতৃত্বে ফিল্ডিংয়ে নামে অজিরা। আগে ব্যাট করতে নামা কিউইদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল।

ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন মার্টিন গাপটিল। জেমস ফকনারের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে আউট হওয়ার আগে গাপটিল ২৭ বলে দুটি চার আর চারটি ছক্কায় করেন ৩৯ রান। নবম ওভারে আরেক ওপেনার উইলিয়ামসনও বিদায় নেন। ম্যাক্সওয়েলের বলে আগারের তালুবন্দি হন কিউই দলপতি। ২০ বলে চারটি চারের সাহায্যে উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৪ রান।

১১তম ওভারে ম্যাক্সওয়েল ফিরিয়ে দেন কোরি অ্যান্ডারসনকে। ৬ বলে ৩ রান করেন মারকুটে এই ব্যাটসম্যান। ১৪তম ওভারে মিচেল মার্শ ফেরান ২৬ বলে ২৩ রান করা কলিন মুনরোকে। ১৭তম ওভারে শেন ওয়াটসন ফিরিয়ে দেন রস টেইলরকে। তৃতীয় বলে ছক্কা হাঁকালেও চতুর্থ বলে মিচেল মার্শের হাতে ধরা দেন অভিজ্ঞ টেইলর। ১১ বলে ১১ রান করে বিদায় নেন তিনি। ব্যক্তিগত ৬ রান করে ফকনারের বলে আউট হন লুক রঞ্চি।

গ্রান্ট ইলিয়ট ২০ বলে ২৭ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে রান আউট হন ১ রান করা স্যান্টনার।

১৪৩ রানের টার্গেটে অজিদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন শেন ওয়াটসন ও উসমান খাজা। ইনিংসের ষষ্ঠ ওভারে বিদায় নেন শেন ওয়াটসন। ম্যাকক্লেনাঘানের বলে মিডঅফে উইলিয়ামসনের তালুবন্দি হয়ে ফেরেন ১২ বলে ১৩ রান করা ওয়াটসন। পরের ওভারেই স্যান্টনার ফিরিয়ে দেন অজি দলপতি স্টিভেন স্মিথকে (৬)।

নবম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান উসমান খাজা। বিদায় নেওয়ার আগে ২৭ বলে ৬টি বাউন্ডারিতে ৩৮ রান করেন খাজা।

১১তম ওভারের প্রথম বলে বিদায় নেন ৬ রান করা ডেভিড ওয়ার্নার। স্যান্টনারের বলে গাপটিলের হাতে ধরা পড়েন ওয়ার্নার।

ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে ম্যাক্সওয়েল বিদায় নেন। ইশ সোধির বলে উইলিয়ামসনের তালুবন্দি হন ব্যক্তিগত ২২ রান করা ম্যাক্সওয়েল। ম্যাকক্লেনাঘানের করা ১৯তম ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দেন মিচেল মার্শ। অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে মার্শ ২৩ বলে ২৪ রান করেন। একই ওভারের পঞ্চম বলে বিদায় নেন ৮ বলে ৯ রান করা অ্যাশটন আগার।

শেষ ওভারে জেমস ফকনার আর কোল্টার-নাইলকে ফেরান কোরি অ্যান্ডরসন। ১৩৪ রানে থেমে যেতে হয় অজিদের।

এ ম্যাচের আগে ২০১০ সালে সবশেষ দুই দল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। দুই দলের মুখোমুখি ৫ বারের দেখায় চারবারই জিতেছিল অজিরা। বাকি ম্যাচটি টাই হলে সুপার ওভারে জয় তুলে নেয় কিউইরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পক্ষান্তরে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নামে অজিরা।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট ইলিয়ট, স্যান্টনার, লুক রঞ্চি, অ্যাডাম মিলনে, ম্যাকক্লেনাঘান ও ইশ সোধি।

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল, অ্যাশটন আগার, অ্যাডাম জাম্পা ও কোল্টার-নাইল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।