ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালুরুতে টাইগারদের জুম্মার নামায আদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ব্যাঙ্গালুরুতে টাইগারদের জুম্মার নামায আদায় ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের কাছে হেরে মিশন শুরু করেছে মাশরাফি বাহিনী। বর্তমানে টাইগাররা অবস্থান করছে ব্যাঙ্গালুরুতে।

সেখানেই শুক্রবার (১৮ মার্চ) জুম্মার নামায আদায় করেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ আগামী ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্টে টিকে থাকতে চলছে কঠোর অনুশীলন।

এরই ফাঁকে মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, নাসির হোসেন জুম্মার নামায আদায় করেন।

আগামী ২৩ মার্চ ব্যাঙ্গালুরুতে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগারদের নামতে হবে স্বাগতিক ভারতের বিপক্ষে। আর ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।