ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচটির ট্যাগ লাগিয়ে নিয়েছে আজকের ভারত-পাকিস্তান ম্যাচটি।

তবে, বেরসিক বৃষ্টির কারণে ম্যাচ ঘিরে শঙ্কা জেগেছে ক্রিকেট বিশ্বে।

নিরাপত্তা ইস্যুতে প্রথম দিকে ভারতের মাটিতে খেলতে যেতে আগ্রহী ছিল না পাকিস্তান। নিরাপত্তার সমস্যা দূর হলেও নতুন করে তৈরি ধর্মশালায় পূর্বনির্ধারিত ভেন্যু নিয়ে। সে সমস্যাকে পেছনে ঠেলে কলকাতায় নিয়ে আসা হয় ম্যাচটি। তবে, কলকাতার ইডেনে ম্যাচ নিয়ে আসলেও দুই দলের মাঠে নামা নিয়ে যথেষ্ট শঙ্কা জেগেছে।

সকাল থেকে কলকাতার আকাশে মেঘ জমে। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস। শনিবার (১৯ মার্চ) সকালে সেখানে এক পশলা বৃষ্টিও হয়। তাতে মাঠের আউট ফিল্ড কিছুটা ভিজলেও উইকেট ঢেকে রাখা হয়।

ইডেনের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো হওয়ায় বৃষ্টি না থাকলে মাঠের আউট ফিল্ড খুব দ্রুতই শুকিয়ে ফেলা যাবে বলে জানায় আয়োজক কমিটি (সিএবি)। নতুন সুপার সপার নিয়ে আসা হয়েছে মাঠ দ্রুত শুকানোর জন্য।

স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, আকাশ থেকে মেঘ আজ কেটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। সন্ধ্যার আগে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাতে চিন্তা বাড়বে ভারতের। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে হেরেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ায় পূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে শহীদ আফ্রিদির পাকিস্তান। গ্রুপের অন্য দল নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে। ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সর্বোচ্চ ৪ পয়েন্ট তাদের। আজকের ম্যাচ না হলে ভারতের সংগ্রহ বেড়ে দাঁড়াবে এক, পাকিস্তানের তিন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।