ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান-ভারত। বিশ্বমঞ্চের ১৯তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।



বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় বিলম্বে টস অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি।

টি-টোয়েন্টির পরিসংখ্যানে ভারত এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এর আগে সাতবারের দেখায় ছয়টিতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এর মধ্যে টি-২০ বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই হারের লজ্জায় ডোবে পাকিস্তান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, হারদিক পান্ডে ও আশিষ নেহরা।

পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, শারজিল খান,  মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ সামি,  ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।