ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আইসিসি’র বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: বিশ্বের অন্যতম ফার্স্টবলার তাসকিন ও ঘূর্ণি জাদুকর বলে খ্যাত আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ বলে তাদের নিষিদ্ধ করে আইসিসি’র সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

সুইজারল্যান্ডের ক্রীড়া আদালতে আপিল ও আইসিসি’র বিরুদ্ধে মামলা করার দাবি তুলেছেন বিক্ষুব্ধরা।

রোববার (২০ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময় বলেন, ২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেলবোর্নে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিলো, তাসকিন-সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে সেই ষড়যন্ত্র ও নোংরা ক্রিকেট রাজনীতি অব্যাহত রেখেছে আইসিসি।

আইসিসি’র তীব্র সমালোচনা করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ বলেন, ‘বিসিবি’র উচিত, শিগগিরই সুইজারল্যান্ডের ক্রীড়া আদালতে বিষয়টি নিয়ে যাওয়া’।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হক, সহ সভাপতি মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণ, প্রকৌশলী রেদওয়ান সিকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, ইকরামুল হক, আনিসুর রহমান খোকন, আহসান জাকারিয়া, মো. মিজানুর রহমান মিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসএ/ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।