ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের বিষয়ে আপিল করবে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
তাসকিনের বিষয়ে আপিল করবে বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম- ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের গতিদানব খ্যাত তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২০ মার্চ) দুপুরে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন।



বিসিবি সভাপতি বলেন, বোর্ডের সভায় তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি তারা (আইসিসি) বিষয়টি পুনর্বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেবেন।

তিনি বলেন, আইসিসির রিপোর্টে বলা আছে-তাসকিনের কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনো সমস্যা নেই। তাই আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করবো।

তাসকিনের বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, এরইমধ্যে একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের বিষয়ে কাজ শুরু করছে। তারা সব কাগজপত্র নিয়ে আইসিসির কাছে জমা দেবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের বিষয়টি পুনর্বিবেচনা করবে।

ঘরোয়া ক্রিকেটে সব বোলারদের অ্যাকশন পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এদিকে পুনর্বিবেচনার আবেদন গৃহীত না হলে বিসিবি আইনি পদক্ষেপের চিন্তা-ভাবনা করছে বলেও জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।