ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের শুভকামনায় ‘সাপোর্ট বাংলাদেশ’ জয়ী সাগর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
টাইগারদের শুভকামনায় ‘সাপোর্ট বাংলাদেশ’ জয়ী সাগর

ঢাকা: বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে সবচেয়ে উজ্জ্বল করে তুলে ধরেছে টাইগাররা। মাঠে শুধু এগারোজনই খেলে না, তাদের সাথে খেলে ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

প্রিয় দেশের ক্রিকেটাররা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। আর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশটিতে টাইগারদের সঙ্গে ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছেন লাখ লাখ তরুণ-তরুণী।

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে নতুন মোবাইল গেম উন্মুক্ত করেছে জনপ্রিয় মোবাইল ব্রাউজার ইউসি। গেমটি উন্মুক্ত করার পর থেকে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক ব্যবহারকারী তাতে মেতে উঠেছেন।

তাদেরই একজন মোনাব্বির সাগর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ গেমটির প্রথম ভাগের র‌্যাংক ওয়ান বিজয়ী। তিনি সর্বোচ্চ ২৮ লাখ ৫১ হাজার ৭৮৯ পয়েন্ট নিয়ে প্রথম হন। বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘আমি ২০১০ সাল থেকেই মোবাইলে ইউসি ব্রাউজার ব্যবহার করি। তারা এই প্রথম বাংলাদেশে এমন একটি গেম চালু করেছে। যা আমাদের কাছে দারুণ উপভোগ্য একটি বিষয়। এখানে আমার মতো অনেকেই অংশ নিয়েছে। গেমটিতে বিভিন্নভাবে পয়েন্ট অর্জন করা যায়। এছাড়াও রয়েছে নিজের মোবাইলে রিচার্জের সুবিধা। আমি নিজেও তিনবার ফোনে রিচার্জ পেয়েছি। ’

সাগর বেশ উৎসাহ নিয়ে আরও জানান, গেমটি খেলতে যেমন মজার, তেমনি মজা লেগেছে আমি সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার পর অনেকেই আমাকে ফেসবুকে খুঁজেছে। অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে গেমটিতে পয়েন্ট অর্জন করা যাবে। এটা বেশ ইন্টারেস্টিং।

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ‘সাপোর্ট বাংলাদেশ’ নামে গেমটি উন্মুক্ত করা হয় গত ৭ মার্চ। গেমটিতে বাংলাদেশকে সাপোর্ট করে পুরস্কার জেতারও সুযোগ করে দেয় ইউসি ব্রাউজার। এছাড়াও 'গেসিং গেম' নামে আরোও একটি গেমে ক্রিকেট বিশ্বকাপের কোন ম্যাচে কোন দল জিতবে তা ধারণা করে পুরস্কার জেতারও ব্যবস্থা রাখা হয়েছে।

এইচটিএমএল ৫ প্রযুক্তির এ গেইমটি শুধুমাত্র ইউসি ব্রাউজার থেকেই খেলা যাবে। ব্যবহারকারীকে প্রথমেই ৮০০০ পয়েন্ট দেওয়া হবে। এই ৮০০০ পয়েন্ট দিয়ে বিশ্বকাপে আসন্ন দু'টি ম্যাচের দু' দলের মধ্যে প্রিয় দলের পক্ষে বাজি ধরা যাবে। প্রিয় দল জিতলে দ্বিগুণ অথবা তিনগুণ পয়েন্ট পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন লাকি ড্র এবং ফেসবুক শেয়ারিং এর মাধ্যমেও নতুন পয়েন্ট সংগ্রহ করার সুযোগ রয়েছে। এভাবে সর্বোচ্চ পয়েন্টধারী ১৫৫৫ জন পাবেন বিভিন্ন পুরস্কার।

বাংলাদেশ দলকে এখন তাসকিন-সানিকে ছাড়াই বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেন সাগর। তিনি জানান, আমাদের কাছে এটা সুস্পষ্ট যে আইসিসি এবং তিন মোড়লের হঠকারী সিদ্ধান্ত এটা। পুরো বিশ্ব জানে বাংলাদেশ ক্রিকেটে কতটা এগিয়ে যাচ্ছে। আর তাই টাইগারদের দমিয়ে রাখতেই তারা আমাদের পেছনে লেগেছে। তারপরও আমি বিশ্বাস হারাচ্ছি না বাংলাদেশের উপর থেকে। আমি বিশ্বাস করি ভালো কিছু করে মাঠেই এর দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশ। টাইগারদের জন্য শুভকামনা রইল।

ইউসি ব্রাউজার প্রসঙ্গে সাগর বলেন, আমাদের জন্য তারা এমন একটি গেম চালু করায় আমি তাদের ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে এমন আরও পদক্ষেপ আশা করি। তাদের যেকোনো অনুষ্ঠানে অংশ নিতে চেষ্টা করি। এর আগে একটি অনুষ্ঠানে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিলাম। ইউসি ব্রাউজার আমাদের সমস্যার কথা শুনে খুব দ্রুতই তার সমাধান করে দিয়েছিল। আমার কাছে মনে হয় তারাই এখন বাংলাদেশে নাম্বার ওয়ান ব্রাউজার।

উল্লেখ্য, ব্রাউজার ভিত্তিক এ ধরনের গেম বাংলাদেশে একেবারেই নতুন। বিশেষ প্রযুক্তির এই গেমগুলোর বৈশিষ্ট্য হলো আলাদা কোনো গেম ফাইল ডাউনলোড না করেই শুধুমাত্র ওয়েব লিংকে ক্লিক করেই তা উপভোগ করা যায়।

গেমটির ওয়েব লিংক

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ২১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।