ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ’ জানাচ্ছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
‘প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ’ জানাচ্ছেন টাইগাররা

ঢাকা: ব্যাঙ্গালুরুতে ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে দুই দল।

তাই দু’দলই জয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তবে, গুরুত্বপূর্ণ দুই বোলারকে হারিয়ে বাংলাদেশ যে বিপর্যস্ত, সেটি মাঠে বোঝার কোনো উপায় থাকবে না। টাইগাররা তাদের ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাস থেকে এমনটাই আশ্বাস দিচ্ছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার পেজে লিখেছেন, ‘ক্রিকেটের দুরন্ত ময়দানে অসীদের মুখোমুখি হবে টাইগাররা। একটি শক্ত মোকাবিলার জন্য আমরাও প্রস্তুত। ’

টাইগারদের রান মেশিন খ্যাত মুশফিকুর রহিম লিখেছেন, ‘হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহও আমাদের সহায় হবেন। ’

আরেক জায়গায় মুশফিক জানান, ‘সৃষ্টিকর্তা সাথে থাকলে কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ!’ টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আগেই লিখেছিলেন, ‘সব ভুলে গিয়ে আমাদের এখন সামনে তাকাতে হবে। আমাদের বিশ্বাস তাসকিন ও সানি শীঘ্রই পুনর্বাসন শেষ করে দলে ফিরে আসবে। বাংলাদেশ দল ও দেশবাসী সবাই তাদের সাথেই আছে। ’

এদিকে রানের মাঝে থাকা ইনফর্ম সাব্বির রহমান লিখেছেন, ‘আজ আমরা খেলতে নামবো অস্ট্রেলিয়ার সাথে। আমাদের সাথে থাকুন এবং দোয়া করুন। আমরা আমাদের সেরাটাই দিবো ইনশাল্লাহ !!’

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পরে তামিম লিখেছিলেন, ‘We will put this loss behind us and will fight back. We will come back strongly in the next match Inshallah.’

মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘We will come back strongly in the next match. Stay with us & Keep your support for us.’

টাইগারদের মতো কোটি ক্রিকেট প্রেমীও চেয়ে আছেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে জিতলে মেগা টুর্নামেন্টে টিকে থাকবে আর হেরে গেলে অনেকটাই শেষ হয়ে যাবে বিশ্বকাপের স্বপ্ন-এমন সমীকরণ নিয়ে মাঠে নামবে টাইগার-ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।