ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থতায় তামিম নেই, তবু বড় স্কোরের প্রত্যাশা মাশরাফির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
অসুস্থতায় তামিম নেই, তবু বড় স্কোরের প্রত্যাশা মাশরাফির

ঢাকা: অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ফর্মের তুঙ্গে থাকা হার্ডহিটার ব্যাটসম্যান তামিমকে ছাড়াই বড় স্কোরের প্রত্যাশা করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।



এর আগে আইসিসির নিষেধাজ্ঞায় দল থেকে ছিটকে পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। তাদের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম এবং স্পিনার সাকলাইন সজীব।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।