ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কিছুটা সুস্থ হয়েছেন তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
কিছুটা সুস্থ হয়েছেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেঙ্গালুরু থেকে: টাইগার ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে, শরীরের অবস্থার এমন আংশিক উন্নতি নিয়ে ভারতের বিপক্ষে তামিম নিজেদের তৃতীয় ম্যাচটি খেলতে পারবেন কী না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন  বাংলানিউজকে তামিমের শারীরিক অবস্থার আংশিক উন্নতির খবর নিশ্চিত করেন।

তামিমের সুস্থতার খবর জানাতে গিয়ে সুজন বলেন, ‘তামিমের অবস্থা আগের চেয়ে এখন কিছুটা উন্নতির দিকে। তবে ভারতের বিপক্ষে সে খেলতে পারবে কী না সেটা এখনই বলা যাচ্ছে না। ’

উল্লেখ্য, গেল ২১ মার্চ পেটের অসুখ ও জ্বরে আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের শেষ দশে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলত পারেননি তামিম ইকবাল।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।