ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গুজব!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গুজব! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: টাইগার ‘গতিদানব’ তাসকিন আহমেদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আইসিসি, বুধবার (২৩ মার্চ) সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে গুজব তৈরি হয়।

যা মূলত সত্যি নয়!

তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে মূলত আইসিসির সংবাদটি ছিল, বোলিং অ্যাকশনের বিষয়ে তাসকিনের করা রিভিউ আবেদনের শুনানি শেষে আইসিসির জুডিশিয়াল কমিশনার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।

কোনো জুডিশিয়াল কমিশনার যেনো বিষয়টি দেখেন তাসকিনের এমন আবেদনের পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আইসিসি। পরে এ বিষয়ে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) এক টেলিকনফারেন্সে এ শুনানি করেন মাইকেল বেলফ।

এর আগে সোমবার (২১ মার্চ) বিকেলে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার সিদ্ধান্তের রিভিউ চেয়ে আইসিসির কাছে নোটিশ পাঠায় বিসিবি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ওই নোটিশ পাঠানো হয়।

রোববার (২০ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি।

শুধু তাই তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।