ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বোমা হামলা আতঙ্কে অজি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বোমা হামলা আতঙ্কে অজি দল ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বোমা হামলার হুমকিতে পড়েছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যার ফলে বিমানে দিল্লি থেকে চন্দ্রিগড়ে যেতে সময় বিলম্ব হয় স্টিভেন স্মিথ বাহিনীর।



অজি দলের জেট এয়ারওয়েজের একটি বিমানসহ মোট পাঁচটি বিমানে হামলার হুমকির খবর পাওয়া ‍যায়। পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা চন্দ্রিগড়ে পৌঁছালে তাদের বিমানকে ঘিরে নিরাপত্তা কর্মীরা প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন।

এদিকে বিমান থেকে নামার পর অজি ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা খুব দ্রুতই টিম হোটেলে চলে যান। তবে জানা যায় দলের বেশিরভার ক্রিকেটারই এ ব্যাপারে জানতেন না।

জেট এয়ারওয়েজের কর্তৃপক্ষ থেকে টুইটারে জানানো হয়, দিল্লি থেকে আগত পাঁচটি বিমানে নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেছে। বিভিন্ন খবরের ভিত্তিতেই আমরা এমনটি করেছি। আসলে আমাদের কাছে অতিথিদের নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। ’

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার একই দিনে ভারতে এমন হুমকি আসে। ব্রাসেলস হামলায় সর্বশেষ ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।