ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ওয়াটসন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন।

সুপার টেনের গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার মোহালিতে মাঠে নামবে অজিরা।

পুরো দল বর্তমানে মোহালিতেই অবস্থান করছে। সেখানেই ওয়াটসন সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক বিবৃতিতে ওয়াটসন জানান, গত এক সপ্তাহ ধরে চিন্তা করেছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার সঠিক সময়। অস্ট্রেলিয়ার মতো দলে খেলাটা সত্যিই আমি উপভোগ করেছি। এখানে যাদের সঙ্গে খেলেছি তাদের কেউই এখন বর্তমান দলে নেই। তাই আমার মনে হয়, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।

বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার ওয়াটসন গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। একই বছর ওয়ানডে ম্যাচ থেকেও সরে দাঁড়ান তিনি। টি-টোয়েন্টির মধ্যদিয়ে অজিদের স্কোয়াডে নিয়মিত থাকা ওয়াটসন এই ফরমেটে অবসর নিলে তা হবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অবসর।

তবে, অবসর নিলেও বিগ ব্যাশ আর ঘরোয়া টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন ওয়াটসন।

অজিদের হয়ে সাদা পোশাকে ওয়াটসন ৫৯টি ম্যাচ খেলে ৩৭৩১ রান করেন। ১৯০ ওয়ানডেতে তার রান ৫৭৫৭ আর ৫৬ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১৪০০ রান।

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে টেস্ট অভিষেক হয় ওয়াটসনের। ২০০২ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে প্রথমবার মাঠে নামেন। জোহানেসবার্গে ২০০৬ সালে প্রোটিয়াদের বিপক্ষেই অভিষেক ঘটে টি-টোয়েন্টিতে।

অজিদের হয়ে টেস্টে ৭৫, ওয়ানডেতে ১৬৮ আর টি-টোয়েন্টিতে ৪৬ উইকেট দখল করেছেন ওয়াটসন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।