ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ২ চারে ভারতীয় সমর্থকের মৃত্যু!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
মুশফিকের ২ চারে ভারতীয় সমর্থকের মৃত্যু! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে টান টান উত্তেজনার বাংলাদেশ-ভারত ম্যাচের শেষ ওভারে পান্ডের বলে মুশফিকের পরপর দুই চারের মারে উত্তেজনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এক ভারতীয় সমর্থক।

বুধবার (২৩ মার্চ) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ ওভারে বাংলাদেশের জিততে দরকার ছিলো ১১ রান।

বল করছিলেন হার্দিক পান্ডে। প্রথম বলে রিয়াদ ১ রান নিলে স্ট্রাইকে যান মুশফিক। পরের দুই বলেই পরপর চার মেরে উল্লাসে মাতেন তিনি।

এসময় উত্তর প্রদেশের গোরাখপুরের বিসতাউলি গ্রামে টিভিতে খেলা দেখছিলেন প্রকাশ শুক্লা নামের ওই ব্যক্তি। দুই চারের পর বুকে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। খেলায় শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে এক রানে হারে বাংলাদেশ। কিন্তু ব্যথা ভালো হয়নি শুক্লার। খেলা শেষ হওয়ার কিছু পরেই মারা যান তিনি।

তিন ছেলের জনক শুক্লা দিল্লিতে একটি মুদি দোক‍ান চালিয়েছেন দীর্ঘদিন। তিনি গোরাখপুরের স্থায়ীভাবে বসবাস করছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।