ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে সেরা খেলার প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
কিউইদের বিপক্ষে সেরা খেলার প্রত্যয় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কলকাতা থেকে: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দশে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শনিবার (২৬ মার্চ) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের এবারের আসরের তিন ম্যাচে টানা হারে টুর্নামেন্ট থেকে নিজেদের আনুষ্ঠানিক বিদায়ঘণ্টা বেজেছে টাইগারদের।

সঙ্গত কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি মাশরাফিদের জন্য হয়ে উঠেছে নিয়মরক্ষার ম্যাচ।

বিশ্বকাপের এবারের আসরে মাশরাফিরা যে গ্রুপে খেলছেন সেই গ্রুপটি ‘গ্রুপ অব ডেথ’ নামে খ্যাতি পায়। পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের বিপক্ষে খেলতে হয় সদ্য টি-টোয়েন্টিতে পারফর্ম করা বাংলাদেশকে। তাই তাদের বিপক্ষে জয় পেতে হলে শুধু খেললেই হবে না সেরা খেলাটিরও কোন বিকল্প নেই বলে মত দিলেন ম্যাশ।
 
শুক্রবার (২৫ মার্চ) ইডেন গার্ডেনের সম্মেলন কক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মলনে টাইগার দলপতি জানান, ‘আমাদের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের  এই গ্রুপটা খুব কঠিন ছিল। আর আমাদের শেষ ম্যাচটাও খুব ক্লোজ ছিল। তবে এই ম্যাচে ভাল কিছু করতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমরা আগের ম্যাচে যে সুযোগ পেয়েছিলাম, তা কাজে লাগাতে হবে। যাতে ভুল আর না হয়। ’

বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের এবার আসর থেকে বিদায় নিয়েছে। তারপরেও ইডেন গার্ডেনের কন্ডিশনে বাংলাদেশকেই ফেবারিট ধরা হচ্ছে। বিষয়টি সংবাদ সম্মেলনে টাইগার দলপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখাকার কন্ডিশন বাংলাদেশের সঙ্গে মিল আছে। কিন্তু উইকেট ভিন্ন রকম। নিউজিল্যান্ড তিন ম্যাচ জিতে টপে আছে, আমরা তিন ম্যাচে হেরেছি। তারপরেও আমরা চেষ্টা করবো সেরাটা খেলার। ’
 
সেরা খেলার পাশাপাশি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আগের তিনটি ম্যাচে হয়ে যাওয়া ভুলগুলো শোধরাতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলেও তিনি মত দিলেন।
 
সংবাদ সম্মেলনে এদিন মাশরাফি দাবী করেন, ৯ মার্চ ইডেন গার্ডেনে পকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বাদ দিলে বাকি দু’টি ম্যাচেই বাংলাদেশ ভাল খেলেছে। আর ওই দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভাল কিছু হবে বলেও মনে করেন মাশরাফি। তিনি যোগ করেন, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বাদ দিলে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আমরা ভালো খেলেছি। শেষ দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ভালোই হবে। শেষ ম্যাচে হারার পর ম্যাচটি নিয়ে আমরা আলোচনা করেছি। এট সামনে খুবই কাজে লাগবে। এই কন্ডিশনে নিউজিল্যান্ড যেমনই হোক, তারা ভারতের মতো দলকে হারিয়েছে। মানসিকতার দিক দিয়েও তারা এই টুর্নামেন্টে অনেক ভালো অবস্থানে আছে। এই মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই, আমরা যদি এটা চিন্তা করে মাঠে নামতে পারি তাহলে আমরাও ভালো কিছু করতে পারব। ’
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।