ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির আগে রেকর্ড ছোঁয়ার হাতছানি সাব্বিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
কোহলির আগে রেকর্ড ছোঁয়ার হাতছানি সাব্বিরের

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছে টাইগারদের ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমানকে। বর্তমান রেকর্ডের মালিক কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সামনেই এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগও পাচ্ছেন গত এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান সাব্বির।

সুপার টেনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান করলেই এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়বেন সাব্বির।

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ধরে রেখেছেন গাপটিল। ২০১২ সালে ১৩ ম্যাচের সব ইনিংস খেলে ৪৭২ রান করেছিলেন তিনি। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান। ২০০৯ সালে শ্রীলঙ্কার দিলশান করেছিলেন ৪৭১ রান। ২০১২ তেই ভারতের বিরাট কোহলি ৪৭১ রান করেছিলেন। একই বছর নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ৪৫৯ রান।

এ বছর সাব্বির আর কোহলির মাঝে চলছে নিরব সেই প্রতিযোগিতা। গত এশিয়া কাপে কোহলি-দিলশানকে হটিয়ে সর্বোচ্চ রান করেন সাব্বির। তার থেকে এ বছর এক পঞ্জিকাবর্ষে (২০১৬) সর্বোচ্চ রান করে এগিয়ে একমাত্র কোহলি। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান এখন পর্যন্ত করেছেন ৪৫৪ রান। যেখানে সাব্বির করেছেন ৪৫১ রান। কিউইদের বিপক্ষে মাত্র ৪ রান করলেই হয়ে যাবেন সর্বোচ্চ রান সংগ্রহকারী।

তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টেনের এখনও একটি ম্যাচ বাকি ভারতের। কোহলির সুযোগ তাই থেকেই যাচ্ছে। কিন্তু, কোহলির আগেই সাব্বিরের সে সুযোগটি লুফে নেওয়ার সুযোগ থাকছে।

২০১৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সাব্বির এখন পর্যন্ত খেলেছেন ২৫টি ম্যাচ। এ বছর এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন সাব্বির (একটি ম্যাচ পরিত্যক্ত)। ইনিংস সর্বোচ্চ ৮০ রানের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৪৫টি বাউন্ডারি আর ১৩টি ওভার বাউন্ডারি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।