ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৮তম ম্যাচে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টাইগারদের জন্য নিয়মরক্ষার এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন।



কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেই হার মানে লাল-সবুজরা। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানের ব্যবধানে হার মানে মাশরাফি-মুশফিক-সাকিব-তামিম-সৌম্য-মুস্তাফিজরা।

তবে, বিশ্বমঞ্চের শেষ ম্যাচটি জয়ের আনন্দে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ। চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরম্যান্স বেশ আশা-জাগানিয়া। প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে প্রথম দল হিসেবে ব্ল্যাকক্যাপসরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে গন্য হচ্ছে ‍তারা। অপরাজিত থেকেই কেন উইলিয়ামসনের দল চাইবে সেমিতে লড়তে। জয় ছাড়া বিকল্প কিছু ভাবার কথা নয় তাদের। বাংলাদেশের চাওয়াও জয়। টি-টোয়েন্টির এক নম্বর দল ভারতের বিপক্ষে যারা চোখে চোখ রেখে লড়াই করতে পারে সেখানে নিউজিল্যান্ডকে খুব কঠিন প্রতিপক্ষ ভাবারই-বা কী আছে?

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি এন্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, মিশেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।