ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বলে বলে বাংলানিউজ: নিউজিল্যান্ড ২৯/১ (লাইভ)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
বলে বলে বাংলানিউজ: নিউজিল্যান্ড ২৯/১ (লাইভ)

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৮তম ম্যাচ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ভেন্যু: কলকাতার ইডেন গার্ডেনস। ম্যাচ শুরু: বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিট।

প্রথম ইনিংস: নিউজিল্যান্ড ২৫ রান ০ উইকেট ৩ ওভার।

ব্যাটিং: কেন উইলিয়ামসন- ১৮ হেনরি নিকোলাস- ৭

আউট:

ওভার-৪
বোলিং-মুস্তাফিজ

৩.৬: আউট
৩.৫: উইলিয়ামসনের ১ রান
৩.৪: ডট বল
৩.৩: ১ রান (তুলে মেরেছিলেন নিকোলাস পড়লো নোম্যানস ল্যান্ডে)
৩.২: ডট বল (হালকা স্লোয়ার)
৩.১: ডট বল

ওভার-৩
বোলিং- সাকিব আল হাসান

২.৬: ডট বল
২.৫: ২ রান উইলিয়ামসনের
২.৪: ডট বল (এবিডব্লউর হালকা আবেদন)
২.৩: ২ রান উইলিয়ামের
২.২: ডট বল
২.১: প্রথম বলেই সুইপ শট ৪ রান উইলিয়ামসনের

ওভার-২
বোলিং- শুভাগত (৬ রান)

১.৬: উইলিয়ামসনের ১ রান
১.৫: ১ রান নিকোলাসের
১.৪: ডট বল (স্ট্রেইট শট নিকোলাসের অপরপ্রান্তের উইলিয়ামসনের বাহুতে আঘাত হানে, স্প্রে দিয়ে চিকিৎসা নেন তিনি)
১.৩: ৪ হাঁকালেন নিকোলাস
১.২: ডট বল
১.১: ডট বল

ওভার-১
বোলিং- মাশরাফি (৯ রান)

০.৬: একই ভাবে আরেকটি ৪ এর মার
০.৫: উইলিয়ামসনের ৪ এর মার
০.৪: ডট বল (স্লিপে ক্যাচের ক্ষীণ সম্ভাবনা)
০.৩: ডট বল
০.২: ১ রান নিকোলাসের ব্যাটে
০.১: ডট বল দিয়ে যাত্রা শুরু

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড একাদশ: নাথান ম্যাককুলাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি এন্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, মিশেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।

বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।