ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ড ও বোলিং নৈপূণ্যে এগিয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
অলরাউন্ড ও বোলিং নৈপূণ্যে এগিয়ে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ফর্মের সঙ্গে ধুঁকতে থাকা সাকিব ক্রমে ফিরছেন স্বরূপে। এরইমধ্যে বোলিংয়ে শীর্ষে অবস্থান করছেন ওয়ানডের শীর্ষ ও টি-টোয়েন্টি-টেস্টে দ্বিতীয় স্থানে থাকা সাকিব।



প্রথম পর্বসহ ৬ ম্যাচে সাকিবের শিকার ১০ উইকেট। গড় ১৩.৩০। সেরা বোলিং ১৫/৪। সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৭ম ম্যাচে শনিবার (২৬ মার্চ) মাঠে সাকিবের বাংলাদেশ।

বোলিংয়ে শীর্ষে থাকা সাকিব ব্যাটিংয়ে আছেন ৬ নম্বরে। ৬ ম্যাচে সংগ্রহ ৪২.৩৩ গড়ে ১২৭ রান। রয়েছে একটি অর্ধশতক। অলরাউন্ড নৈপূণ্যেও সাকিবের পরেই আছেন নবী। ৬ ম্যাচে নবীর সংগ্রহ ৯৬ রান।

টাইগাররা শনিবার ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে নিজেদের শেষ ম্যাচ। টুর্নামেন্টের শেষ পর্যন্ত কে কোথায় থাকে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।