ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি, গেইলদের ছাপিয়ে শীর্ষে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
কোহলি, গেইলদের ছাপিয়ে শীর্ষে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোহলি, গেইল, গাপটিলদের ছাপিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা টাইগার ড্যাশিং ওপেনার তামিম রান, বাউন্ডারি, ওভার বাউন্ডারিসহ সব দিক দিয়ে এখন পর্যন্ত এগিয়ে।

টুর্নামেন্টে প্রথম পর্বসহ ৫ ম্যাচে তামিমের সংগ্রহ ২৯২ রান।

এই রান করতে তামিম বল খেলেছেন ১৯৯টি। গড় ৯৭.৩৩। এরমধ্যে রয়েছে একটি শতক ও একটি অর্ধশতক। শনিবার (২৬ মার্চ) মাঠে নেমেছেন ৬ষ্ঠ ম্যাচ খেলতে।

অন্যদের থেকে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারার দিক দিয়েও এগিয়ে এ হার্ডহিটার। ২৪টি বাউন্ডারি এবং ১৪টি ওভার বাউন্ডারি মেরে এখানেও পিছনে ফেলেছেন গেইল, কোহলি, ভিলিয়ার্সদের মতো মারকুটে তারকাকে।

যদিও এর মধ্যে অনেকে খেলেছেন ৩ অথবা ৪ ম্যাচ। সে বিবেচনায় ধরা গেলেও অনেক পিছিয়ে তারা। রান সংগ্রহে তামিমের পরে আছেন আফগান ওপেনার শাহজাদ (১৯৮)। ৫ ও ৬ নম্বরে রয়েছেন বাংলাদেশের সাব্বির (১৩৫) ও সাকিব (১২৭)।

এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ও তামিম (১০৩*)। শীর্ষে ওঠার দৌড়ে থাকা অন্যরা সুযোগ পাবেন আর ২ অথবা ৩ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।