ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ ওভার শেষে ইংল্যান্ড ৬৫/১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
১০ ওভার শেষে ইংল্যান্ড ৬৫/১ ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। গ্রুপ ওয়ানের এ ম্যাচটিতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হয়েছে দু’দল।



এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান। ব্যাটিংয়ে আছে জেসন রয় ও জো রুট।

ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ অ্যালেক্স হেলসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওপেনার হেলস ৪ বল খেলে কোন রান না করেই প্যাভিলিওনে ফেরেন।

এ ম্যাচের আগে শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই খেলার একটিতে জয় ও একটি পরাজয় দেখেছে। তাই সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ইংল্যান্ড তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটি ম্যাচে হেরেছে। আর এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইয়ন মরগান বাহিনীর।

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট।

শ্রীলঙ্কা একাদশ:
দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিওয়ার্ধনে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, চামারা কাপুগেদেরা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধাসমান্থ চামিরা, রঙ্গনা হেরাথ, জেফরি ভ্যান্ডারসে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।