ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ব্যাটিংকে দুষলেন কোচ

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
টাইগারদের ব্যাটিংকে দুষলেন কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম -ফাইল ফটো

ইডেন গার্ডেন থেকে: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ। পরিতাপের বিষয় হলো, বিশ্বকাপের এবারের আসরে আগেও তিনটি ম্যাচ হেরেছে টাইগাররা।

তবে, এই হারটি টাইগারদের জন্য একটু বেশিই হতাশার এবং চোখে জ্বালা ধরানোর হয়ে থাকলো।

কেননা, কিউইদের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়ে টি-২০তে বাংলাদেশের সব চাইতে কম সংগ্রহের রেকর্ডটি হয়ে থাকলো কলকাতার ইডেন গার্ডেন্সে। এর আগে বাংলাদেশের সর্ব নিম্ন স্কোর ছিল ৭৮ রান। আর প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ডই। ঘটনাটি ছিল ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। আর শেষ ম্যাচে  শিষ্যদের এই হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের কারণ হিসেবে টাইগার কোচ হাথুরু সিংহে বললেন, আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক ছিল না।

শনিবার (২৬ মার্চ) ইডেন গার্ডেন্সে’র সম্মেলন কক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আরও বলেন, ‘আমার মতে আমরা কন্ডিশন বুঝে এই টুর্নামেন্টে ভালোই ব্যাট করেছি। তবে আজকে আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক ছিল না। অন্য ম্যাচগুলোয় আমরা খারাপ করিনি। অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতে আরেকটু রান করলে ভালো হতো। এই তো। এই ম্যাচ বাদ দিলে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে আমি খুশিই।

এদিকে বাংলাদেশের হয়ে বল হাতে মুস্তাফিজ টাইগারদের হয়ে দুর্দান্ত খেললেও ইডেন গার্ডেন্স’র এই উইকেটে থামিয়ে রাখা যায় নি কেন উইলিয়ামস, কলিন মুনরো ও রস টেইলরের ব্যাট। উইলিয়ামসের ৩২ বলে ৪২ ও মুনরো’র ৩৩ বলে ৩৫ ও রস টেইলরের ২৪ বলে ২৮ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা। যা কীনা এই উইকেটে একেবারেই অপ্রত্যাশিত বললেন হাথুরুসিংহে। ‘এই উইকেট আমার মতে ১৪০ রানের উইকেট নয়।

হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দু’রকম গতির ছিল। নিউ জিল্যান্ডের কৃতিত্ব অবশ্য কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছে। তবে দিনশেষে আবারও বলতে হবে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না। ’

আর অপ্রত্যাশিত এই ১৪৫ রানই দিন শেষে বাংলাদেশের হারের কারণ হিসেবে দায়ী করলেন তিনি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে এদিন একমাত্র শুভাগত হোম ছাড়া ব্যক্তিগত ১৫ রানের কোঠা পার করতে পারেননি কোন বাংলাদেশী ব্যাটসম্যান!

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।