ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরে দলের আত্মবিশ্বাস বেড়েছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরে দলের আত্মবিশ্বাস বেড়েছে

ঢাকা: বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারায় দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।   তবে তাসকিন-সানির নিষেধাজ্ঞা আমাদের জন্য শকিং ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে রোববার (২৭ মার্চ) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশে ক্রিকেট দল। এ সময় সাংবাদিকদের সঙ্গে সফরের বিস্তারিত তুলে ধরেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, সামনে আমরা আরো ভালো করতে পারবো, দলের খেলোয়াড়দের মধ্যে এ যোগ্যতা রয়েছে। অনেকগুলো ক্লোজ ম্যাচ হয়েছে।

তবে দু’টি জয়ের প্রয়োজনের কথা বলেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসকে/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।