ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চে স্বাগতিক ভারতের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
বিশ্বমঞ্চে স্বাগতিক ভারতের হার ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের ১৮তম ম্যাচে হেরেছে স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৩ রানে হেরেছে মিথালি রাজের টিম ইন্ডিয়া।



মোহালিতে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’র এই ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবীয়রা ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। জবাবে, ব্যাট করতে নেমে ৯ উইকেট হারানো ভারতের ইনিংস থামে ১১১ রানে।

স্বাগতিকদের আনুজা পাতিল আর হারমানপ্রিতের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্টেফানি টেইলরের দল। ক্যারিবীয়দের এই অধিনায়ক ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া দিনদ্রা ডটিন ৪৫ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে ৪ ওভারে ১৬ রান খরচ করে আনুজা পাতিল তিনটি আর ৩ ওভার বল করে হারমানপ্রিত ২৩ রানের বিনিময়ে নেন চারটি উইকেট।

১১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন আনুজা পাতিল। ২৫ রান আসে ঝুলন গোস্বামীর ব্যাট থেকে। আর ২২ রান করেন স্মৃতি। ১৬ বলে চারটি চারের সাহায্যে ১৮ রান করেন কৃষ্ণমূর্তি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৬ রান খরচ করে তিনটি দখল করেন ম্যাচসেরা ডটিন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।