ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পারফরম্যান্স আরও ভালো হতে পারতো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
পারফরম্যান্স আরও ভালো হতে পারতো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দলের সঙ্গে ভারতে ছিলেন বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। কাছ থেকেই দেখেছেন ক্রিকেটারদের।

তাসকিন-সানির নিষেধাজ্ঞায় দলের অন্য ক্রিকেটাররা মানসিকভাবে যে ভেঙে পড়েছিলো-সেটি অস্বীকার করলেন না তিনি।

মানসিকভাবে ভেঙে পড়া বাংলাদেশ দলের পারফরম্যান্সে প্রভাবও পড়ে বলে জানালেন আকরাম, ‘হঠাৎ করে তাসকিন-সানির নিষেধাজ্ঞা দলের জন্য বেশ বড় একটি ধাক্কা ছিল। এই ঘটনা মানসিকভাবে আমাদের ক্রিকেটারদের অনেক পিছিয়ে দেয়। নইলে বাংলাদেশের পারফরম্যান্স আরও ভালো হতে পারতো। ’

সুপার টেনে বাংলাদেশ কোনো ম্যাচে জয় না পেলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়াইকে ইতিবাচকভাবেই দেখছেন আকরাম। সেই সঙ্গে ধর্মশালার প্রতিকূল আবহাওয়াকে জয় করে সুপার টেনে উঠাকেও ইতিবাচক মনে করছেন তিনি, ‘সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে টস জেতা গুরুত্বপূর্ণ ছিল। এরপর তাসকিন-সানিকে নিষিদ্ধ করা হলো- এমন মানসিক ধাক্কার পরও অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ছেলেরা যেভাবে লড়াই করেছে তা বেশ ইতিবাচক। ধর্মশালার আবহাওয়া, কন্ডিশন, উইকেট কিছুই আমাদের অনুকূলে ছিলো না। তারপরও বাছাইপর্বে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। ’

বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ধর্মশালার ঠান্ডা আবহাওয়ায়। পাহাড়ী এলাকাটিতে কখনো কখনো তাপমাত্রা ৪-৫ ডিগ্রীতেও নেমে যায়। তারপরও কন্ডিশনকে জয় করে নেদারল্যান্ডস, ওমানকে সহজেই হারিয়ে সুপার টেনে ওঠে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।