ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে ফ্লেচারের বদলি সিমন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ক্যারিবীয় দলে ফ্লেচারের বদলি সিমন্স

ঢাকা: টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রাখা হয়েছিল লেন্ডল সিমন্সকে। তবে পিঠের ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান ৩৪টি টি-টোয়েন্টি খেলা এ ডানহাতি ব্যাটসম্যান।

চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট। ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে সিমন্স দলে ফিরলেন আন্দ্রে ফ্লেচারের ইনজুরিতে।

 

 
আফগানিস্তানের বিপক্ষে হারের ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ফ্লেচার। তার বদলি হিসেবে দলে সিমন্সের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসি’র ইভেন্ট টেকনিক্যাল কমিটি।  
 
আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) ভারতের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবেন গেইল-স্যামি-স্যামুয়েলসরা। ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইপিএলে খেলার সুবাদে এ মাঠটা বেশ পরিচিত মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সিমন্সের।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসকে/আরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।