ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০ র‌্যাংঙ্কিংয়ে মুস্তাফিজ-সাব্বিরের উন্নতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
টি-২০ র‌্যাংঙ্কিংয়ে মুস্তাফিজ-সাব্বিরের উন্নতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলায় আইসিসির সবশেষ টি-২০ র‌্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমানের। নজড়কাড়া বোলিং পারফরম্যান্সে আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ।

আর ব্যাটিংয়ে ‍চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে নাম লিখিয়েছেন সাব্বির।

বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ১৪৭ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির। ইনজুরির কারণে বিশ্বকাপে দলের সাত ম্যাচের (বাছাইপর্বসহ) মাত্র তিনটিতে খেলেন মুস্তাফিজ।   এই তিন ম্যাচেই তোলেন ৯ উইকেট। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি পেসার।
 
অলরাউন্ডারদের র‌্যাংঙ্কিংয়ে সাকিব আল হাসানকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

সুপার টেনের চার ম্যাচে কোনো জয় না পাওয়ায় বাংলাদেশ দল আছে ১০ নম্বরেই। অনদিকে, ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় বাংলাদেশের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান বেড়েছে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। আফগানদের পয়েন্ট ৮১ আর বাংলাদেশের ৭৪।  

 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।