ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিশ্বকাপের সেরা একাদশে সাকিব-মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে জায়গা দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষন।

স্টার স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ লক্ষন এবং মুরালি কার্তিক তাদের সেরা একাদশ সাজিয়েছেন।

ভারতের সাবেক স্পিনার কার্তিক তার সাজানো সেরা একাদশে কোনো টাইগার ক্রিকেটারকে না রাখলেও লক্ষন তার সেরা একাদশে পারফরমেন্সের ভিত্তিতে সাকিব-মুস্তাফিজকে রেখেছেন।

স্টার স্পোর্টসের নিয়মিত অনুষ্ঠান ‘টি-টুয়েন্টি পাওয়ার’ এ লক্ষন চলতি বিশ্বকাপে তার পছন্দের একাদশ বেছে নেন।

তার সাজনো বিশ্বসেরা একাদশে ভারতের থেকে নিয়েছেন সর্বোচ্চ ৪ ক্রিকেটারকে। এছাড়া, তার সেরা একাদশে বাংলাদেশ, সেমি ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও আরেক সেমি ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজের দুইজন করে ক্রিকেটার রয়েছেন। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেমির টিকিট করে নেওয়া ইংল্যান্ডের থেকে একজন ক্রিকেটার সাকিবদের একাদশে জায়গা করে নিয়েছেন। আর পাকিস্তানের একজনকে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রেখেছেন লক্ষন।

চলতি বিশ্বকাপে সাকিব ৭ ম্যাচে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করছেন ১২৯ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

লক্ষনের সেরা একাদশ: ক্রিস গেইল, মার্টিন গাপটিল, বিরাট কোহলি, জো রুট, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিচন্দ্রন অশ্বিন, ইশ সোধি, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ হাফিজ (দ্বাদশ খেলোয়াড়)।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।