ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচের পদ ছাড়তে চান ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
কোচের পদ ছাড়তে চান ওয়াকার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস। আসরে বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে আর কোনও দলকে হারাতে পারেননি পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও হারতে হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এদিকে শহীদ আফ্রিদিদের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশটির সমর্থকরা। ক্ষোভ এতটাই ছিল যে, বিমানবন্দরে দল ফেরার পর সমর্থকরা ‘শেম শেম’ বলে চিৎকার করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতর লাহোরে সংবাদ সম্মেলনে ওয়াকার জানান, ‘আমি পুরো দেশের কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি আমি কোচের পদ থেকে সরে গেলে ভাল হয় তা হলে দেরি না করে আমি সেটাও করতে প্রস্তুত। ’

কিংবদন্তি এই পাকিস্তানি পেসার ২০১৪ সালে দ্বিতীয় বার জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। বোর্ডের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা আগামী মে মাসে।

এদিকে গত এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে অধিনায়ক আফ্রিদির মনোভাব ইতিবাচক ছিলো না বলে অভিযোগ করেন ওয়াকার। সেই সঙ্গে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়াটাকেও দুষলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।