ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিতে প্রস্তুত টিম ইন্ডিয়া

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
সেমিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ছবি : শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে: ‘জিততে হলে সেরা খেলাটি খেলতে হবে আর দলের মূল শক্তিকে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে’ কথাগুলো বলছিলেন ভারত ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রী। বুধবার (৩০ মার্চ) বিকেলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি এভাবেই ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল জয়ের মন্ত্র ঠিক করে দেন।

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি স্বাগতিক ভারত। আর সেমিফাইনালে বিশ্বকাপের এবারের আসরে সুপার টেনে পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া যেমন ধারাবাহিক ছিল এই ম্যাচটিতেও স্বাগতিকরা ঠিক তেমনি ধারাবাহিক থাকবে বলেও বিশ্বাস করেন রবি।

ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে বিরাট কোহলির উপর কতটুকু আস্থা রাখছেন? সংবাদ সম্মলনে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বিরাট পুরো বিশ্বকাপেই দারুণ ধারাবাহিক ছিল। বিশেষ করে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর ৫১ বলে ৮২ রানের ইনিংসটির কথা বলবো। আমার মনে হয় টি-টোয়েন্টির ইতিহাসে এটিই আমার দেখা সবচেয়ে স্মরণীয় ইনিংস। ওই ম্যাচে বিরাট যে শটগুলো খেলেছে তা সত্যিই অবিশ্বাস্য। আশা করছি সেমির ম্যাচেও সে এমনই ধারাবাহিক থাকবে। ’

সেমিফাইনালের হেভিওয়েট এই ম্যাচটিকে সামনে রেখে শুধু স্বদেশী খেলায়াড়দেরই নয়, রবি এদিন সমীহ করলেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকেও। কারণটিও সঙ্গত। ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস, মারলন স্যামুয়েলস, ক্রিস গেইল, দিনেশ রামদিন ও ডোয়াইন ব্রাভোর মতো ব্যাটসম্যানরা জ্বলে উঠলে যেকোনো প্রতিপক্ষ শিবিরে যে কোনো সময়ই হারের হতাশা নেমে আসতে পারে। রবি জানান, ‘প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর। তাদের দলের বেশিরভাগ ব্যাটসম্যানই বিধ্বংসী। তারপরও আমরা প্রস্তুত। ’

এদিকে, গোড়ালির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারছেন না যুবরাজ সিং। তার পরিবর্তে ক্যারিবীয়দের বিপক্ষে মানিষ পান্ডে খেলবেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন রবি।

শেষ দশের টানা চার ম্যাচে (নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া) ব্যাট হাতে ভারতের হয়ে একা লড়েছেন বিরাট কোহলি। অন্য কোন ব্যাটসম্যানই তার মতো যেমন দলের হাল ধরতে পারেননি, তেমনি ধারাবাহিকও ছিলেন না। আর এই বিষয়টিকে একেবারেই পছন্দ করছেন না রবি। তিনি যোগ করেন, ‘টি-টোয়েন্টি ফরমেটে কখনই দুই বা তিনজনের উপর নির্ভর করে দল জিততে পারেনা। জিততে হলে দলের ৬-৭ জনকে পারফর্ম করতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, ৩০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।