ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের লক্ষ্যে গেইলদের টার্গেট ১৯৩ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ফাইনালের লক্ষ্যে গেইলদের টার্গেট ১৯৩ রান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুম্বাই থেকে: দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত মাত্র দুই উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে। টিম ইন্ডিয়ার টপঅর্ডারের তিন ব্যাটসম্যানই দুর্দান্ত ব্যাটিং করেন।

কোহলি ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের পর টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।

ব্যাটিংয়ে নামেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন ব্যাটে ঝড় তোলা রোহিত শর্মা। স্যামুয়েল বদ্রির বলে এলবির ফাঁদে পড়েন ৩১ বলে ৪৩ রান করা রোহিত। তার ইনিংসে ছিল তিনটি চার আর তিনটি ছক্কার মার।

প্রথম ৩৫ বলে দলীয় অর্ধশতক আসে ভারতের। পাওয়ার প্লে’র ছয় ওভারে টিম ইন্ডিয়া কোনো উইকেট না হারিয়ে তোলে ৫৫ রান। আর এক উইকেট হারিয়ে ৭৬ বলে আসে তাদের দলীয় শতক।

দলীয় ৬২ রানের মাথায় ওপেনার রোহিত শর্মা ফিরে গেলে উইকেটে জুটি বাঁধেন আজিঙ্কা রাহানে আর বিরাট কোহলি। স্কোরবোর্ডে এই দুই ব্যাটসম্যান আরও ৬৬ রান যোগ করেন। ইনিংসের ১৬তম ওভারে রাহানে বিদায় নেন। ৩৫ বলে দুটি চারের সাহায্যে ৪০ রান করেন তিনি। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি সীমানায় ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে।

কোহলি ৩৩ বলে নিজের অর্ধশতকের দেখা পান। ১৬তম অর্ধশতক হাঁকিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ হাফসেঞ্চুরির মালিক হন তিনি। এর আগে ১৫টি করে অর্ধশতক হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইল। ইনফর্ম কোহলি ৪৭ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন ৮৯ রান। ধোনি ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

মাত্র ২৭ বলে কোহলি আর ধোনি ৬৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।

এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইডেন গার্ডেন্সের টিকিট হাতে পায় ইংলিশরা। কিউইদের করা ৮ উইকেটে ১৫৩ রানের জবাবে ৭ উইকেট হাতে রেখে আর ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ন মরগান বাহিনী।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের দেখায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে। তবে বিশ্বমঞ্চে তিনবারের মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়দের একটি জয়ের বিপরীতে দু’বার জয়োল্লাসে মাতে টিম ইন্ডিয়া। বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের গত অাসরে সবশেষ সাক্ষাৎটিতে সাত উইকেটের বড় জয় তুলে নেন ধোনি-কোহলিরা।

টুর্নামেন্টের শুরু থেকে একাদশে পরিবর্তন না করা ভারত সেমিফাইনালের ম্যাচে শিখর ধাওয়ানকে বসিয়ে একাদশে রেখেছে আজিঙ্কা রাহানেকে। ইনজুরির কারণে যুবরাজ সিং ছিটকে পড়ায় দলে এসেছেন মনিশ পান্ডে। অপরদিকে এভিন লুইস আর ইনজুরিতে পড়া আন্দ্রে ফ্লেচারের বদলি হিসেবে ক্যারিবীয় দলে এসেছেন ক্রিস গেইল আর লেন্ডল সিমন্স।

ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, মনিশ পান্ডে, অাজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।