ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের কেন্দ্রীয় চুক্তিতে খাজা, নেই জাম্পা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
অজিদের কেন্দ্রীয় চুক্তিতে খাজা, নেই জাম্পা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাডাম জাম্পা, উদীয়মান এ লেগ স্পিনার টি-২০ বিশ্বকাপে নজর কাড়লেও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মন গলাতে পারেননি! ২০১৬-১৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জাম্পাকে রাখা হয়নি। প্রধান নির্বাচক রড মার্শ মনে করেন, যাদেরকে চুক্তিতে রাখা হয়েছে তারা সবাই পরবর্তী ১২ মাসে অজি দলকে প্রতিনিধিত্ব করতে পারবে।

 

২০ জনের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে সাতজন নতুন মুখ। এর মধ্যে দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা, অ্যাডাম ভোজেস ও জো বার্নস রয়েছেন। পেসার নাথার কোল্টার নাইল, জন হ্যাস্টিংস ও পিটার সিডলের সঙ্গে উইকেটরক্ষক পিটার নেভিল গত বছর বাদ পড়লেও এবার ডাক পেয়েছেন।

 

গত এক বছরে মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, মিচেল জনসন, ক্রিস রজার্স ও সবশেষ শেন ওয়াটসনের অবসরের পর বেশ কয়েকটি জায়গা খালি হয়। এ সময়ের মধ্যে পারফরম্যান্স বিবেচনায় নতুন করে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা করে সিএ।

২০১৬-১৭ বছরে সিএ’র চুক্তিবদ্ধ ক্রিকেটার: জর্জ বেইলি, জো বার্নস, নাথান কোল্টার নাইল, প্যাট ‍কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, জেমস প্যাটিনসন, অ্যাডাম ভোজেস, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।