ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচের পদ ছাড়ার গুজব উড়িয়ে দিলেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
কোচের পদ ছাড়ার গুজব উড়িয়ে দিলেন ওয়াকার ওয়াকার ইউনুস - ছবি: সংগৃহীত

ঢাকা: ইতোমধ্যেই পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। তবে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার।

অন্যদিকে, কোচের পদ থেকে সরে দাঁড়ানোর একটা গুজব ছড়ালেও তা এক ‍বাক্যে নাকচ করে দিয়েছেন ওয়াকার ইউনুস। বলেছেন, ‘ভিলেন’ হিসেবে কোচের পদ ছাড়তে চান না।

এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘আমি ভিলেন হিসেবে চিত্রিত হচ্ছি। যদি বোর্ড (পিসিবি) আমাকে সরিয়ে দিতে চায়, তবে তা প্রথমে লিখিতভাবে জানাতে হবে। আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমি এভাবে বিদায় নিতে পারি না। ’

এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। তবে সাফল্যের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি ওয়াকারের, ‘আমি কোচ পদের জন্য অনুরোধ করিনি। পিসিবির সঙ্গে যুক্ত থাকার আবেদন করেছিলাম। মি. নাজাম শেঠি (সাবেক ভারপ্রাপ্ত পিসিবি চেয়ারম্যান) আমার সাক্ষাৎকার নিয়েছিলেন এবং আমি তাকে একটি বিস্তারিত পরিকল্পনা পেশ করেছিলাম। যেটিতে তিনি একমত প্রকাশ করেন এবং বোর্ড আমাকে কোচ হিসেবে নিয়োগ দেয়। ’

‘দুঃখজনকভাবে ২০১৫ বিশ্বকাপ শেষে শেঠি আমার সঙ্গে দেখা করেননি এবং আমার পরিকল্পনাগুলো পূর্ণাঙ্গ রূপ পায়নি, যেখানে বোর্ডের কেউই আমার কথা শোনেননি। এখন তারা সবকিছুর জন্য আমাকে দায়ী করছেন। তারা আমাকে বরখাস্ত করতে চায়। আমি কালকেই চলে যাব। কিন্তু এভাবে যদি পাকিস্তান ক্রিকেটে এসব ব্যাপার চলতে থাকে তবে অন্য যেকোনো কোচই নিজেকে একই রকম অবস্থানে খুঁজে পাবেন। ’-যোগ করেন ওয়াকার।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।