ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুইয়ান সাবেক আম্পায়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
 জিম্বাবুইয়ান সাবেক আম্পায়ারের মৃত্যু

ঢাকা: চলে গেলেন সাবেক জিম্বাবুয়ের আম্পায়ার ইয়ান রবিনসন। রোববার (০৩ এপ্রিল) হারারেতে ৬৯ বছর বয়সে ক্যান্সারের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিলো রবিনসনের।

একই বছরের অক্টোবরে হারারেতে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট ম্যাচে সাদা পোশাকে আম্পায়ারিংয়ে অভিষেক হয় রবিনসনের। ২৮টি টেস্টে আম্পায়ার হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। এছাড়া ৯০টি ওয়ানডে ও ১৯৯২, ৯৬ ও ৯৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৪ সালে আইসিসির আম্পায়ার এলিট প্যানেল হওয়া পর রবিনসন সেখানে জায়গা পান। পরে ২০০৮ সালে শীর্ষ পর্যায়ে আম্পায়রিং থেকে অবসর নেন তিনি। আর পরবর্তীতে আফ্রিকা জোনের আম্পায়ারের পারফরম্যান্স ম্যানেজার হিসেবে নিযুক্ত হন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।