ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও দুইয়ে ক্যারিবীয়ানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও দুইয়ে ক্যারিবীয়ানরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত এই পারফর্মের কারণে সবশেষ প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্যারিবীয়ানরা।

বিশ্বমঞ্চের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনির ভারত যথারীতি এক নম্বর স্থানটি দখলে রেখেছে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলতে নামা টিম ইন্ডিয়ার অর্জিত পয়েন্ট ১২৬।

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বসা নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষে থাকা ভারতের থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস গেইল, স্যামুয়েলস, স্যামি, ব্রাভোদের দল।

১২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলা কিউইরা। ১১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড। আর রানার্সআপ ইংলিশদের সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা।

সবশেষ প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। মাশরাফি বিন মর্তুজার দলের অর্জন ৭৪ পয়েন্ট। টাইগারদের উপরে ৮১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দেওয়া আফগানিস্তান। ছয় নম্বরে রয়েছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া (১১২)। সাতে রয়েছে বিশ্বকাপের আসরে বাজে পারফর্ম করা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান (১০৭)। ১০৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

এছাড়া ১১ থেকে ১৭ নম্বরে রয়েছে যথাক্রমে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, হংকং, আরব আমিরাত, আয়ারল্যান্ড আর ওমান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।