ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত ম্যাচের কষ্টে খাবার খাননি মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
ভারত ম্যাচের কষ্টে খাবার খাননি মাশরাফিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । তবে ক’দিন বাদেই আবার পরিবার সহ বেড়াতে গেলেন ভারতে।

সফরের এ সময় তিনি অবস্থান করছেন কাশ্মীরে। আর সেখানের একটি স্থানীয় ওয়েব সাইটকে জানান, ভারতের বিপক্ষে বিশ্বকাপে হারের পর হোটেলে ফিরে কেউ রাতের খাবার খায়নি।

 

বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ১ রানের কষ্টের হার বরণ করতে হয় টাইগারদের। ফলে ভারতের মাটিতে ভারতকেই হারানো আক্ষেপটা থেকে যায় মাশরাফি বাহীনির। কাশ্মীরে বেড়ানোর ফাঁকে নড়াইল এক্সপ্রেস বেশ কিছু সময় পার করেন সেখানের তরুণ ক্রিকেটারদের সঙ্গে। যারা মাশরাফিকে বেশ সমীহ করেন।

শেষ তিন বলে ১ রান করতে না পারা দল সম্পর্কে মাশরাফি বলেন, ‘আমরা এই হারে হতাশ হয়ে পড়েছিলাম। সে রাতে আমাদের কেউ খাবার খায়নি। হার খেলারই একটা অংশ। তবে আমরা সেই ম্যাচটি হারতে চাইনি। ’

কাশ্মীরের সিংগার-সোনামগড় রোড দিয়ে যাওয়ার সময় মাশরাফি দেখেন কিছু বালক মাঠে ক্রিকেট খেলছেন। এমন সময় তিনি তার গাড়ি থামিয়ে সেখানকার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত করেন।

এ সময় মাশরাফি নিজের কিছু বোলিং টিপসও খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করেন। এমনকি মাঠে বলও করেন এ তারকা বোলার।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।