ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও পানি বিতর্কে আইপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আবারও পানি বিতর্কে আইপিএল সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে তীব্র পানি সঙ্কটের মধ্যে উইকেটের পরিচর্যায় হাজার হাজার লিটার পানি খরচ করছে আইপিএল। এ নিয়ে এতোদিন চলছিল নানা বিতর্ক।

এক পর্যায়ে মামলাও করা হয়েছে। এবার তাতে নতুন করে ঢুকে পড়ল বেঙ্গালুরু।

 

খরার কারণে সেখানে অনুষ্ঠিতব্য আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিল আদালত। কিভাবে এতো পানির অপচয় করা সম্ভব? মানুষের চেয়েও কি আইপিএল বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? এমন প্রশ্নও দেখা দেয় সাধারণ মানুষের মনে।

 

যেখানে মানুষ ব্যবহার করার মতো পানি পাচ্ছে না, সেখানে খেলা আয়োজন করায় মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ডের উপর বেজায় চটে মুম্বাই হাইকোর্ট।

মুম্বাইয়ে দু’টো জনস্বার্থ মামলার মতো গত সপ্তাহে বেঙ্গালুরুতেও একটা মামলা দায়ের করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়, কর্নাটকেও একই রকম পানি সমস্যা। কিন্তু আবেদনকারীকে নতুন করে মামলা দায়ের করার আদেশ দেয় আদালত।

সোমবার নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হয় এখানে। যেখানে শহরেরই এক পরিবেশপ্রেমী কর্নাটক ক্রিকেট সংস্থায় প্রতিদিন কত লিটার পানি খরচ হচ্ছে তার অডিট চেয়ে বসেছেন।

মহারাষ্ট্রে ২০টি ম্যাচ আয়োজনের জন্য পানি লাগবে প্রায় ৭০ লাখ লিটার। স্থানীয় কৃষকদের এনজিও লোকসত্ত্বা মুভমেন্টের পক্ষ থেকেও মহারাষ্ট্র ক্রিকেট বোর্ডের বিরদ্ধে মামলা করার কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।