ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেকের অপেক্ষায় কাটার মাস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
অভিষেকের অপেক্ষায় কাটার মাস্টার সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে কাটার মাস্টার খ্যাত টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আজ অভিষেক হতে পারে। আইপিএলের নিলামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আর এই বেঙ্গালুরুর বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে মুস্তাফিজকে।

 

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

প্রথমবারের মতো এই আসরে খেলতে গত ০৫ এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন মুস্তাফিজুর রহমান।

১ কোটি ৪০ লাখ রুপিতে (২ লাখ ৮ হাজার ডলার) মুস্তাফিজকে নেয় হায়দ্রাবাদ। সাকিব আল হাসানকে প্রথমবার ৪ লাখ ২৫ হাজার ডলারে নিয়েছিল কলকাতা। এবার তিনি খেলছেন ২ কোটি ৮০ লাখ রুপিতে। ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ ভারতের এই ক্রিকেট লিগ খেলতে মাঠে নামবেন।

মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগান, আশিষ নেহারা, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো তারকাদের।

তবে, আজকের ম্যাচে সুযোগ পেলে মুস্তাফিজকে বড় চ্যালেঞ্জ কাঁধে নিতে হবে। কারণ, প্রতিপক্ষ বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসনদের মতো মারকুটে ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।