ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে শন মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে শন মার্শ সংগৃহীত

ঢাকা: অসুস্থতাজনিত কারণে কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচটিতে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার শন মার্শ। জানা যায়, ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি এখন হাসাপাতালে ভর্তি।

 

শন মার্শের অনুপস্থিতিতে তার দল বড় ব্যবধানের হার দিয়ে আইপিএলের নবম আসর শুরু করে। সোমবারের (১১ এপ্রিল) ম্যাচটিতে পাঞ্জাবের দেয়া ১৬২ রানের লক্ষ্যটা পাঁচ উইকেট হাতে রেখে ১৪ বল বাকি থাকতেই টপকে যায় গুজরাট লায়ন্স।

 

গুজরাট ম্যাচ সামনে রেখে গত রোববার মোহালিতে দলের সঙ্গে অনুশীলন করেন মার্শ। কিন্তু, ফুড পয়জনিংয়ের জেরে প্রথম ম্যাচেই তিনি ছিটকে পড়েন। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ম্যাচের দিন সকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

তবে মার্শের শারীরিক অসুস্থতা নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে নিশ্চিত করেছেন কিংস এলেভেন অফিসিয়ালরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত সপ্তাহে পাঞ্জাব টিমের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিস ও দক্ষিণ আফ্রিকান পেসার কাইল অ্যাবোট একই রকম অসুস্থতায় ভোগেন এবং পরে দ্রুতই নাকি সেরে উঠেন।

এর মধ্যে স্টইনিস গুজরাটের বিপক্ষে ম্যাচটি খেলেছেন। ব্যাট হাতে ২২ বলে ৩৩ রানের পাশাপাশি বোলিংয়ে দুই ওভারে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেন তিনি।

প্রসঙ্গত, আইপিএলের শুরু (২০০৮) থেকেই পাঞ্জাবের হয়ে খেলছেন শন মার্শ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিস করেন ২০০৯ আসর। আইপিএল ইতিহাসে তিনি পাঞ্জাবের সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। এখন পর্যন্ত ৫৬ ম্যাচে ৪১.৯১ গড়ে ২০৫৪ রান করেছেন ৩২ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।