ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হৃদযন্ত্রের জটিলতায় অবসরে টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
হৃদযন্ত্রের জটিলতায় অবসরে টেইলর সংগৃহীত

ঢাকা: মাত্র ২৬ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেইলর। হৃদপিন্ডের (হার্ট) সমস্যাজনিত কারণে তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।

 

গত ০৫ এপ্রিল ক্যামব্রিজে একটি ম্যাচ চলাকালীন টেইলর বুকে ব্যথা অনুভব করেন। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় তার হৃদযন্ত্র স্বাভাবিক অবস্থায় নেই। ফলে, অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। খুব দ্রুতই তার হার্টে অস্ত্রোপচার করানো হবে বলে ইংলিশ ক্রিকেট বোর্ড সূত্রে জানানো হয়।

এ প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস জানান, আমরা মর্মাহত এবং বিস্মিত যে এই বয়সে টেইলরকে ক্রিকেট ছেড়ে দিতে হচ্ছে। আমরা এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। টেইলল জাতীয় দলের একজন দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। যতদিন সে জাতীয় দলে খেলেছে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে।

ঘরোয়া ক্রিকেটে টেইলর খেলেছেন নটিংহ্যামশায়ারের হয়ে। স্ট্রাউস আরও যোগ করেন, টেইলরের দ্রুত আরোগ্য লাভের জন্য ইংলিশ ক্রিকেট বোর্ড এবং নটিংহ্যামশায়ার একসঙ্গে কাজ করবে। তার কঠিন সময়ে আমরা পাশে থাকতে চাই।

২০১২ সালে সাদা পোশাকে অভিষিক্ত হওয়া টেইলর এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছেন। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।

জাতীয় দলের হয়ে টেইলর ৭টি টেস্ট আর ২৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ম্যাচে ৪২.২৩ ব্যাটিং গড়ে তার একটি শতক আর ৭টি অর্ধশতক রয়েছে। প্রথম শ্রেণির ১৩৯টি ম্যাচ, লিস্ট ‘এ’র ১৩৬টি ম্যাচ আর টি-টোয়েন্টির ৯১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।