ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন না মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন না মালিঙ্গা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠার লড়াই করছেন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএল খেলাটাও এখন অনিশ্চয়তার মুখে।

দলের অন্যতম অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাই আইপিএলের জন্য বোর্ড থেকে এনওসি (অনাপত্তিপত্র) নাও পেতে পারেন মালিঙ্গা।

 

এর আগে টুর্নামেন্টের মাঝপথে মালিঙ্গাকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মুম্বাই ইন্ডিয়ান্স কোচ রিকি পন্টিং। তবে তাকে খেলার অনুমতি দিতে অনিচ্ছুক এসএলসি এবং দলে ডাকার আগে তা ফিটনেসের দিকটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এক সাক্ষাৎকারে এসএলসি’র প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা বলেন, সে (মালিঙ্গা) আমাদের অনুমতি ছাড়া যেতে পারবে না। যদি সে আমাদের উপেক্ষা করে আইপিএলে অংশ নেয়, সেক্ষেত্রে তাকে সাইড বেঞ্চে বসে থেকে আবারো ফিরে আসতে হবে। ’

অনেক দিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন মালিঙ্গা। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে তার অভাবটা ভালোই টের পায় লঙ্কানরা। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে মাত্র একটি ম্যাচ (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে) খেলেই তাকে দেশে ফিরতে হয়।

টি-২০ বিশ্বকাপের আগে লঙ্কান টিমের অধিনায়কত্ব ছাড়েন ‘ইনজুরি-জর্জর’ মালিঙ্গা। ভারতে উড়াল দিলেও ফিটনেসে ঘাটতি থাকায় মূলপর্বের একটি ম্যাচও খেলতে পারেননি। দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেই দেশে ফিরে যান ৩২ বছর বয়সী এ ‘বিধ্বংসী’ পেসার।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমআরএম
 

** মালিঙ্গার আইপিএল খেলাও অনিশ্চয়তার মুখে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।