ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবহীন কলকাতার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
সাকিবহীন কলকাতার হার

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে সহজ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই।



প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কলকাতার একাদশে ছিলেন না সাকিব আল হাসান। তবে, প্রথম ম্যাচ জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজিত হতে হয় কলকাতাকে।

আগে ব্যাট করে কলকাতা ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে, ১৯.১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
কলকাতার হয়ে ইনিংস সর্বোচ্চ ৫২ বলে ৬৪ রান করেন দলপতি গৌতম গম্ভীর। তিনটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৫২ রান করেন মনিষ পান্ডে। ১৭ বলে একটি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারিতে ৩৬ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই। ওপেনার ও দলপতি রোহিত শর্মা ৫৪ বলে ১০টি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৮৪ রান। ২২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন জস বাটলার। ২০ রান আসে ম্যাকক্লেনাঘ্যানের ব্যাট থেকে। ২৩ রান করেন পার্থিব প্যাটেল।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।