ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রায়নার কাছে হারলেন ধোনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
রায়নার কাছে হারলেন ধোনি ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ ম্যাচে সহজ জয় পেয়েছে গুজরাট লায়ন্স। মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টকে ৭ উইকেটে হারিয়েছে সুরেশ রায়নার দলটি।

 

আগে ব্যাট করে পুনে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে, ১২ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গুজরাট।

 

পুনের হয়ে ওপেনার আজিঙ্কা রাহানে ২১ রানে বিদায় নিলেও ৪৩ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় ৬৯ রান করেন ফাফ ডু প্লেসিস। কেভিন পিটারসেন ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। স্টিভেন স্মিথ ৫ রান করে দ্রুত বিদায় নিলেও দলপতি ধোনি ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

গুজরাটের হয়ে প্র্রাভিন তাম্বে ও রবীন্দ্র জাদেজা দুটি ও ব্রাভো একটি করে উইকেট তুলে নেন।

১৬৪ রানের টার্গেটে গুজরাটের দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম উদ্বোধনী জুটি থেকে ৮৫ রান তুলে নেন। ফিঞ্চ ৩৬ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৫০ রান করেন। ম্যাককালাম ৩১ বলে তিনটি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ৪৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা রায়না ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন। ডোয়াইন ব্রাভো ১০ বলে ২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।