ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া ফকনার ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চাশটি ওয়ানডে ও ১৩টি আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার সাদা জার্সি গায়ে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে মাঠে নামার সৌভাগ্য হয়েছে।

তাও আবার ২০১৩ সালের আগস্টে। তাই টেস্ট ক্রিকেটে ফিরতে অনেকটা মরিয়া হয়ে উঠেছেন জেমস ফকনার।

 

অজি দলে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফকনার। বিপদের সময় দলের হাল ধরার সুবাদে ‘দ্য ফিনিশার’ তকমাও পান ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার। ২০১৫ বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল ফকনারের হাতে।

 

কিন্তু, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও অজিদের টেস্ট দলে সুযোগই মিলছে না ফকনারের। ২০১৩ সালে ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে তার টেস্ট অভিষেক হয়। এরপর আর দলে জায়গা হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফকনার বলেন, ‘এ মুহূর্তে আমি ‘ওয়ান-টেস্ট ওন্ডার’। আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমার বড় স্কোর গড়ার পাশাপাশি উইকেট নেওয়া প্রযোজন। এটাই আপনাকে হারানো অবস্থানটা ফিরিয়ে এনে দেবে। পাঁচ, ছয়, সাত, আট যে পজিশনেই ব্যাটিং করি না রান করতে হবে। আর বোলিংয়ে আমি ক্যারিয়ারের শুরু থেকেই ভালো করে আসছি। ’

বর্তমানে গুজরাট লায়ন্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন ফকনার।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।