ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পাচ্ছেন না মঈন খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পাচ্ছেন না মঈন খান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই! অবশ্য ইতোমধ্যেই সম্ভাব্য তিনজনের নাম চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ তালিকায় নেই মঈন খানের নাম।

 

মহসিন হাসান খান, ইকবাল কাসিম ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডিন জোন্স এ তিনজনের মধ্যে যে কেউ পাকিস্তান দলের দায়িত্ব নিতে পারেন। তবে বিদেশি কোচ নিয়োগের দিকেই ঝুঁকছে পিসিবি। বোর্ডের এক অফিসিয়ালের বরাত দিয়ে পাকিস্তানের জনপ্রিয় ইংরেজী দৈনিক ‘ডন’ এমন খবরই প্রকাশ করেছে।

 

সম্প্রতি কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনুস। পরে জাতীয় দলের সম্ভাব্য যোগ্য কোচ বাছাইয়ে সহায়তার জন্য ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে নিয়োগ দেয় পিসিবি। তার ভিত্তিতেই বিদেশি ও পাকিস্তানিদের মধ্যে থেকে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফর (চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও ১টি টি-২০) সামনে রেখে মে মাসের মধ্যেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

দ্বিতীয় মেয়াদে মঈন খানের কোচ হওয়ার একটা গুঞ্জন উঠলেও তা আর আগ বাড়ায়নি। পিসিবির পরিকল্পনায় নেই সাবেক এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এর আগে পাকিস্তান দলের টিম ম্যানেজার, হেড কোচ ও প্রধান নির্বাচক পদে ছিলেন মঈন।

পিসিবির অফিসিয়াল বলেন, ‘শুরুতে আকিব জাভেদের (বর্তমানে আরব আমিরাতের কোচ) কোচ হওয়ার আগ্রহ থাকলেও বিদেশি কোচের প্রতি পিসিবির আগ্রহ দেখে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান। মহসিন খানও কোচ হওয়ার দৌড়ে ছিলেন, তবে পিসিবি তাকে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মহসিন তা প্রত্যাখ্যান করেন। পরে বোর্ড তাকে টিম ম্যানেজার করার সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচকের দায়িত্বটা ইকবাল কাসিমকে দেওয়া হতে পারে। সাবেক উইকেটরক্ষক ও অধিনায়ক মঈন খান পিসিবির পরিকল্পনায় নেই। ’

বাংলাদেশ সময়:  ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।